কোথাও নেই থামাবার কেউ।
জোয়ান মর্দ্দ নেই, যুবক ঘোড় সোওয়ার নেই,
চৌকশ তীরন্দাজ নেই, হিটলারের গেষ্টাপো নেই,
রাশিয়ার কেজিবি নেই, আমেরিকার সিআইএ-
সে-ও নেই। কোত্থাও কেউ থামাবার নেই।

মোঘলের নর্তকী নেই, ক্লিনটনের মোনিকা নেই,
বৃটিশ রাজকুমারের ক্যামেলিয়া পার্কার বোল নেই,
ফরহাদের শিরি নেই, লাইলির মজনু নেই-
প্রেমিক-প্রেমিকাদের থামাবার কেউ নেই।

ওদিকে আবার নেই শেক্সপিয়ার, গ্যেটে, হোমার,
রবী ঠাকুর, নজরুল, জীবনানন্দ দাশ, মুকুন্দ সেন
তারাও কে কোথায় দিয়েছে পাড়ি।

এখন আছে আমাদের মত লিখিয়ে।
ক’দিন বাদে আমরাও যাব হারিয়ে।
ঘড়ির কাঁটাটাকে পারলে কেউ থামাও।

মোঃ মজিবুর রহমান
১৫-০৪-২০১৫ ইং।