রোজ রোজ তুমি বল না কথা
তাই আমার কথায় এত উগ্রবাদ।
রোজ রোজ তুমি নাওনা গোলাপ
তাই গোলাপে আমার জঙ্গীবাদ।
নিত্য তুমি লুকাও চোখের জ্যোতি
আমার চোখে ছুটে যে আগুন।
সকাল বিকাল পেট্রোল বোমা হয়ে
মনে জ্বালায় দাউ দাউ বহুগুন।
প্রতি দিন তুমি বানাও যে আমায়
পাগলা গারদের দীঘল সুরত জঙ্গী,
তার চেয়ে নয়কি ভাল আমরা দু’জন
চলো হয়ে যাই সঙ্গী?
মোঃ মজিবুর রহমান
পহেলা বৈশাখ, ১৪২২।
(সকল কবিকে ১লা বৈশাখের শুভেচ্ছা)