দাদু ভাই ব্যাপার খানা কি?
যখন তখন লাফিয়ে উঠো কোলে,
কাতু কুতু কাটতে থাক
হাত ঢোকাও বগলে।
চোখের আমার পাতা তুলে
দ্যাখো তুমি চোখ দু’টি কেমন,
ডাইনে বাঁয়ে ঘোরালে চোখ
হাসি দিয়ে ভরাও যে ভুবন।
দিদা, তোমার আবার হয়েছে কি
উঠবে তুমিও নাকি কোলে?
গাল ফুলিয়ে আছ দেখি
কোলে নেইনি বলে?
দুর ছাই, দাদু তুমি করছ কি?
আঙ্গুল কেন কাটছ আমার পকা দাড়িতে।
দিদা তুমিও? মেতেছ এবার
দু’জন মিলে দাড়ির খেলাতে।
মোঃ মজিবুর রহমান
১৩-০৪-২০১৫ ইং।
ছড়া-১৩