লাল টমেটোর কেচাপ খেতে
উঠলো মেনি লাফিয়ে তাকে।
হুলো ছিল ঘরের কোনে
সাধটা ছিল তারও মনে।
উঠলে তাকে সেই সে মেনি
পাকায় হুলো মোচ ক’খানি।
তাকিয়ে মেনি বোতল পানে
মিউ মিউ করে আপন মনে।  
হুলো তখন লেজ দুলিয়ে
মুখের ভিতর দাঁত কেলিয়ে
বসলো এবার তাকের নিচে
বোতল নিয়ে ভাগবে খিচে।
হঠাৎ মেনি পা ফসকিয়ে
পড়বি তো পড় বোতল গায়ে।
বোতল ছুটে গ-ড় গ-ড়াং
হুলো এবার চিৎপটাং।
পড়লো বোতল হুলোর ঘাড়ে
ছুটলো হুলো বন বাদাড়ে।

ছড়া-১২

মোঃ মজিবুর রহমান
০৯-০৪-২০১৫ ইং।