‘সময়ন্তিকা’ মেইল, বিষন্ন যাত্রী দল।
নগর প্রান্তের কোথাও নেই সিগন্যাল বাতি,
অথবা নেই যাত্রীদের কোন কোলাহল।
কিংবা নেই ভেদাভেদ, সকলেই এক জাতি।
ছেড়ে কত দ্রাক্ষা খেত, কত মরুভূমি
‘সময়ন্তিকা’ চলে নগর থেকে নগর চুমি।
চলে সে ছিন্ন করি কত মায়াবতী প্রেম
সামনে আছে যে এক অজানা হেরেম।
সে দিনের সেই মনোলোভা যে রেখেছিল
আমাকে তার প্রেম থেকে দূরে,
আজ এই মেইলে বেঁধেছে সে আমায় প্রেম ডোরে।
সে দিনের সেই পাষান্ড ষাঁঢ়
যে তেড়েছিল আমায় তার সূচালো শিং দিয়ে,
সেও আজ সহযাত্রী, তাকায় সে নির্জীব হয়ে।
মোঃ মজিবুর রহমান
উত্তরা, ঢাকা
০২-০৪-২০১৫ ইং।