জগতের সব বড় কিছু
যদি না নেই তোমার পিছু,
ছোট মহৎ কাজে কোরনা হেলা
তাই নিয়ে কাটিও এবেলা ওবেলা।
ভেবে নিও ছোটতেও নেই হেলা ফেলা
সব ছোট মিলে বড়’র পাহাড় হবে ওবেলা।
মন্দ কাজ যদি হয় সব মানুষের তীক্ষ্ণ চক্ষুশূল
তবে ভেবে দেখ কাজ কি তোমার সেথায় গিয়ে,
বরং ভালই হবে যদি তুমি পার তা এড়িয়ে গিয়ে
মন্দ সে তো মন্দই, মানুষের বুকে গেঁথে থাকা ত্রিশূল।
খারাপ বড় কোন কাজ আজ যদি তোমাকে করে রাখে অন্ধ
ভেবে দ্যাখ, যে চোখে দেখেছ তুমি পৃথিবী, সে দু’টি হলে বন্ধ
তোমার কবরে যাবেনা কেউ মোমবাতি কিংবা ফুলের তোড়া হাতে
প্রিয় বন্ধু আমার, তখন ছোট বড়, আমীর গরীব ঘুমাবে সব একসাথে।
-মোঃ মজিবুর রহমান, ৩১-০৩-২০১৫ ইং।