উজ্জল নক্ষত্র, কৃষ্ণ পক্ষের রাত।
ইজি চেয়ারে বসে স্মৃতির হিজল তলায়
তামাকি আয়েশে অর্ধ শায়িত দেহ।
সেই সাথে বন্ধ্যা প্রায় স্মৃতিগুলো বিক্ষিপ্ত বহরে
পানকৌড়ির ডুবচোরা সাঁতারে করছে ওঠা নামা।
হঠাৎ স্মৃতির রিং টোনে একটি মাত্র শব্দ-
‘কেমন আছ?’
রাতের ফেরারি আঁধারে তাবৎ বন্ধ্যা স্মৃতির ঘটলো অবসান।
কেবল একটি মুখ, দুটো আধা ভেজা চোখ রইল জেগে।
বললাম- ‘জানি না।’
বললো সে বিরস বদনে-
বল, সব জানা যদি হয় অজানা
আর সব চেনা যদি হয় অচেনা,
তাহলে তোমার মুখের বলি রেখার মানচিত্রে
কার ঠিকানা?

বিশুদ্ধ প্রেম.....


মোঃ মজিবুর রহমান
২৩-০৩-২০১৫ ইং।