মায়ের অমিয় কোল, দুরন্ত প্রহর, ভাঙ্গা পা, ভাঙ্গা কথোপকথন।
কখনও একটু হাসি, কখনও একটু রোদন।
কৈশরে গোঁফ দাড়ির বলি রেখা, বেণী দোলানোর অযথা প্রয়াশ,
বয়োসন্ধির দোলাচলে কিছুটা বুঝে কিংবা না বুঝেই অল্পে হতাশ।
লাগামহীন যৌবন, দোয়েল-শ্যামা-ঘুঘু হয়ে ওড়া মন।
তপ্ত ভুবন, ক্ষিপ্ত চারচর, রং মাখা জীবন।
কী যেন পাই, কী যেন হারাই, নারী খোঁজে নর, নর খোঁজে নারী।
জীবনের দাঁড়িয়া বান্ধা খেলায় শুরু হয় পথ চলার রকমারি।
শুরু হয় জীবনের পুঁথি পাঠ, জীবন বোধের অধিরোহন,
অথবা হয়ত তেড়ে আসা জীবন বোধের তিক্ত অবরোহন।
এরপর দ্বারে আসে প্রৌঢ়ের ডাক পিয়ন, হাতে তার হলুদ খাম।
হেঁটেছ কতটা পথ, হিসেব মিলাও, কতটা হয়েছ সফলকাম।
অতঃপর আসে জীবনের খেরো খাতায় হিসেব টানার সময়।
পরিপক্ক কেশে সময়ের নাশকতা, এবার নিতে হবে বিদায়।
মোঃ মজিবুর রহমান
২২-০৩-২০১৫ ইং।