দিনান্তে তুমি, সেই তুমি, চরম অবাধ্যতায়
চলে আস কাছে।
আমার যৌবন ভাঙ্গে তোমার দেহ নিকোটিনে।
নেশার নিশাভূমে অমানিশার দুর্গ প্রহরী হাঁকে।
বইয়ের মলাট ভেঙ্গে তোমার যৌবন কুলাদ্রি
মুখোমুখি হয় আমার।
সেই কবেকার তোমার অনুপম কায়া জ্বলে ওঠে
আমার মনের তেল চিত্রে ঋতুবতী হয়ে।
লগ্ন বয়ে যায় কাছে বসার।
আমার অবাধ্য ঠোঁটের লুকোন আকুতি তোমার কামাংশু
দেহের ধারাপাতে ঝড় তোলে।
ঝি ঝি পোকার ঝিল্লী মাদকতা ছড়ায় দেহের আকিঞ্চনে।
তুমি বসন্ত বিনোদিনী হও,
আমি হই বসন্তভোগী।
অতঃপর দিনান্তের বাসর ভেঙ্গে রাত গড়ায়
হেঁটে আসা পরবর্তী রাতের অপেক্ষায়।
বিশুদ্ধ প্রেম......
মোঃ মজিবুর রহমান
১২-০৩-২০১৫ ইং।