চরণ বিলাসী আমি। এ চরণ দু’খানি দিয়ে
কতখানে গেছি, কতখানে নিয়েছি ঠাঁই।
কত পুন্যভূমি ছুঁয়েছে তারা, কত পাপাচারে
জড়িয়েছি তাদের হিসেব তাহার নাই।
কখনও মাড়িয়েছে এ চরণ কত চেনা দিক
কখনও মাড়িয়েছে কত অচেনা পথ,
কখনও থেমেছে পর্ণ কুটিরে
কখনও বা দাঁড়িয়েছে দেখে অশথ গাছ।
এ চরণ দিয়েই হেঁটেছি আমি সুধা ভরা বুকে
প্রেমিকার ফুল নিয়ে,
চরণদ্বয়ের বিভূতি কদমে শিমুল টগর প্রেম
ছড়িয়েছি কাছে গিয়ে।
এ চরণ দিয়ে কখনও আমি পড়েছি ঝাঁপিয়ে
মায়ের অমল কোলে,
এ চরণ দিয়েই বাবার হাতে রেখে দিয়ে হাত
হেঁটেছি এ ভূতলে।
আবার কখনও এ চরণে রেখে দিয়ে ভর
দাঁড়িয়েছি জায়নামাজ ’পরে,
বলেছি মা’বুদেরে রুধির কন্ঠে এই আমি
ক্ষমা করে দিও মোরে।
মোঃ মজিবুর রহমান
০৯-০৩-২০১৫ ইং।