জানি গো তোমায় জানি।
তুমি চেনা সেই আদুরে সুখ।
ধনীর হামামে তোমায় আমি দেখি,
দেখেছি তোমায় আমি পায়রার বুকে।
আবার কখনও তোমাকে দেখেছি আমি
বসন্তভোগী প্রেমিকের বুকের তট সীমানায়।
তুমি এলে বুকের কোলাজলে কামিনী নৃত্য হয়,
তুমি এলে বুকের কুলঙ্গীতে নহবৎ সুখ বেজে ওঠে।
তোমার বসন্ত সামিয়ানার ওধারে আরো এক জনের বাস।
বড়ই অরজা অনাথিনী সে, বহু দিনের পরিচিতা সে আমার।
সে চলে আসে রোজ সকালে পান্তাভুখো মানুষের প্লেটের ধারে।
কাঁচা মরিচের শীর্ণ অবয়বের সাথে বড়ই সখ্যতা দেখি আমি তার।
চিনি গো তোমায় আমি চিনি, তুমি সকলের চেনা সেই অমিয় সুখ।
তুমি চলে এস অহল্যাবেশে তোমার ঋতুবতী মাধুর্য্যে আমাদের কাছে।
তবে সেই অনাথিনীকেও সাথে এন, যাকে আমাদের সকলের বড়ই প্রয়োজন।
মোঃ মজিবুর রহমান
০৭-০৩-২০১৫ ইং।