কৌপীনে লাগা আগুন নগর বাউলের শেষ সুরকে বিধ্বস্ত করে।
পড়ে থাকে তার কফিনে ঢাকা দেহ।
কবেকার ভাঙ্গা দেয়ালের পাখি তেমানুষ উচ্চ খোপে পুচ্ছ নাচায়।
কবিরাজ গলির দেউড়ি থেকে বেরিয়ে মোহনী মোহন দাস লেনের
বদখত দেয়ালে প্রেয়সীর সাথে পরকীয়া প্রজননে হয় মত্ত ।
নগর বাউলের চির নির্বাক দেহ তখনো পড়ে থাকে মাটিতে।
শরীরে তার জ্ঞান পাপী পাখির বিমূঢ় সভ্যতা হাসে।
নারীর তীর্যক কটির বক্র জ্যায়ের মতই বাঁকানো এই নির্দয় পাখির
বখে যাওয়া ক্রুর হাসি।
ওদিকে আবার, কি জানি কখন, শহরের লেক পাড়ের সবুজ বৃক্ষে
জন্মাবে কোন এক দোয়েল পাখি।
উত্তরা মিরপুর তারপর সংসদ ভবন হয়ে উড়ে যাবে সে নগরের
এমাথা ওমাথা আর মুখে শোনাবে মিষ্টি সুর।
জানিনা তখন হয়ত নীরব হবে সেই পরকীয়া প্রেমাসক্ত পাখি।
মোঃ মজিবুর রহমান
০৮-০৩-২০১৫ ইং।