পুড়ে যায় কবিতার লইন,
বল কবিতা বাঁচে কী করে?
তোমরা যে বল ভালবাসার বিশ্বায়ন
ভালবাসা কি আছে সবার তরে?
চরণে চরণে গুচ্ছে গুচ্ছে
কবিতা ফোটায় অনুরাগ বিভাস,
সাদাতে কালোতে, ধনীতে গরীবে
উবে কেন ভালবাসার বিশ্বাস।
পুড়ে যায় কবিতার লাইন
নীল অনাচারী দংশনে,
কবি ও কবিতার সতীদাহ হয়
বিবেকের পোড়া দহনে।
আবারো গর্ভ ভাঙ্গে কবিতার লাইন
প্রতি রাত প্রতি সকালে,
কবি ও কবিতা ভূমিষ্ট হয়
ভালবাসার অমলে।
মোঃ মজিবুর রহমান
০৫-০৩-২০১৫ ইং।