কবির ভাষ্য ছিল যত
করবীর বাক্য ছিল তার চেয়ে শত।
করবী বলে, কবি কোথা হতে
মনের আধারে আঁক এত ছবি?
বলে কবি, এ তো কিছইু নতুন নয়।
তোমাকেই দেখি, তোমা হতে শিখি
তোমার রুপেই লেখনি ছড়াই।
করবী বলে, তোমার অন্ধ গলি মন
সেথায় আসে কত জন।
কে তোমার আপন, কে তোমার পর
কার রুপ মনে ধরে লিখ রাতভর।
বলে কবি, রং রুপ তৃষা
মনে জাগায় অধরার নেশা।
একে একে সব করে কলরব
আবার কখনও হয় বিদিশা।
রং দিয়ে রুপ হয়, রুপ দিয়ে তৃষা
কলমের ঠোঁটে নামে করবী কমল
আর কত যে মনীষা!
হ-য-ব-র-ল
মোঃ মজিবুর রহমান
০২-০৩-২০১৫ইং।