তুমি নেই বলেই কি আসবেনা ঘুম চোখে,
নাকি অধর লিপ্সু চিন্তারা সব ধরবে ছেঁকে
এই রাতে?
মনের সাজানো বাগানের সব সবুজ পাতা
ঝরে যায় যদি,
অথবা পাহাড়ের হীম গলে হয়ে যায় নদী,
সে কি তোমার অভিষার হতে?
খর স্রোত মাঝো উল্টো স্রোত যদি বহে,
রংধনু ভেঙ্গে যায় যদি দিনে,
সে-ও কি নয় তোমার চিন্তা স্রোতে?
রাতের দিগম্বর নিশ্বাস করে যদি চিৎকার
অথবা কান্নার কটাম্বু জল খসে বিরহভর
বল, তোমার অধর স্বাদ পাই কোথা হতে?
মোঃ মজিবুর রহমান
২৩-০২-২০১৫ ইং।