আমার সাথে তোমার বিয়ে
দশক পাঁচেক আগে,
কচি ছিল মুখটি তোমার
মন ছিল প্রণয় রাগে।
তোমার ঘরে বোনাস এখন
ডজন খানেক নাতি,
তাদের বেড়ায় ঘুমাও তুমি
আমাকে দাও ফাঁকি।
অষ্ট প্রহর ঝগড়া কর
আমি থাকি একা,
নাতি নাতনী হাঁটায় তোমায়
কোমর খানা বাঁকা।
একলা খাটে কাশি আমি
টানি গড়গড়া,
তাকত্ খানা গেছে কবে
কোমর নড়ভড়া।
ফাগুন এলে বুকটা তবু
করে চিন্ চিন্,
উপায় নাইরে বুড়ি আমার
মাথাটা টিন্ টিন্।
রম্য-৭
মোঃ মজিবুর রহমান
১৮-০২-২০১৫ ইং।