হঠাৎ মনে এল এক বেহুদা খেয়াল;
মানুষ মরলে দাফনে যায় ক’জন?
একে একে দাবালাম হাতের পাঁচ আঙ্গুল;
খাটিয়া ধরে চলেছে চার স্বজন
আর টুপি মাথায় মৌলভী এক জন।
আবার চাপলো বেহুদা খেয়াল,
মিছিলে মানুষ যায় ক’জন?
আঙ্গুলের সব গিট গুনে শেষ,
শুধু মানুষ ঢলের রেশ!
এক দিকে মারমুখি জনতা, হয়তবা
হাজার কিংবা তার চেয়ে বেশি।
অন্য দিকে অস্ত্র হাতে শতেক পুলিশ,
মানুষ মারার প্রস্ততি।
বেহুদা খেয়াল খেল হোঁচট,
তাহলে মরা মানুষের দাফনের চেয়ে
মানুষ মারার মিছিলটাই লম্বা?
ছিঃ ছিঃ বেহুদা খেয়াল,
কেন যে আস সকাল সন্ধ্যা।

হ-য-ব-র-ল........

মোঃ মজিবুর রহমান
উত্তরা, ঢাকা।
০৩-০২-২০১৫ ইং।