প্রেম তো হয়না ক্ষয়, প্রেম থাকে শোনিতে মিশে;
রক্তের অণু ভেঙ্গে পরমাণু হয়ে
প্রেম জমা হয় যেন গলিত সিসে।
তোমরা যে দ্যাখ, লাভা জ্বলে আগ্নে’গিরির লোহিত মুখে;
আরো কত দহনে দগ্ধ লাভা
দহনের জ্বালা সয় অগ্নি তাপে থেকে।
রাতের তমসা থাকে দামিনী আঁধার, থাকেনা সেথায় আলো;
হৃদয়ের চোরা কুঠরিতে প্রেম জ্বলে
আলো পায় কোথা থেকে বল।
গোলাপ নিহত হলে, কাঁটা রয় গাছে;
ঝরা গোলাপের গন্ধ বিলাস শুকে
প্রেমিক মক্ষিকা আসে তবু কাছে।
ভরা নদী হারালে যৌবন, ক্ষীণ স্রোত থাকে সেথা;
বিরহ কান্নায় ছুটে চলে সে
সাগর প্রেমিকা আছে যেথা।
প্রেমিক তো খুন হয়, প্রেম হয়না খুন;
হৃদয় চিরে দেখলে তোমরা
দেখবে সেথায় প্রেম জ্বলে বহু গুন!
বিশুদ্ধ প্রেম......
মোঃ মজিবুর রহমান
উত্তরা, ঢাকা।