প্রথমেই এ্যাডমিনকে ধন্যবাদ জানাই বাংলা কবিতার এমন একটি মহতি সাইট খোলার জন্য। যার ফলে আমাদের মত পাগলাটে লিখিয়েরা (যাঁদেরকে বলা হয় কবি?) এখানে প্রতি দিন লিখে চলেছেন। অথবা বলা যায় এখানে প্রত্যহ তাঁরা কবিতার মিলন মেলা ঘটিয়ে চলেছেন। আপনাদের এই প্রচেষ্টা বাংলা ভাষার ইতিহাসে অমর হয়ে থাকবে বলে আমি মনে করি। এ সমন্ধে নিচে আমার আরও কিছু প্রস্তাব আপনাদের কাছে তুলে ধরতে চাই। যদি সম্ভব হয় তাহলে সেগুলো বিবেচনা করতে পারেন-
১। কবিতার পাশাপাশি “ বাংলা ছোট গল্প.কম” ( অথবা অন্য মানানসই নামে)  আপনাদের উদ্যোগে একটি অলাদা  সাইট খোলা।
২। একটি “ বাংলা নাটক.কম ” সাইট খোলা।
৩। অথবা উপরোক্ত দু’টি ক্ষেত্রকে সংযুক্ত করে “ বাংলা ছোট গল্প ও নাট্য মঞ্চ” নামক একটি সাইট ওপেন করা।

যতদূর মনে পড়ছে এখন এই সাইটটিতে ৩,৫০০ কবি লিখে থাকেন ( ?)। গল্প ও নাটকের ক্ষেত্রে হয়ত লেখক সংখ্যা কম হবে। তবে সেই সাইটগুলোও হবে অপনাদের কবিতা সাইটির মত একটি পাইওনিয়র বা অগ্রগামী সাইট।
৪। বর্তমানে আপনাদের উদ্যোগে একুশে বই মেলাতে বিভিন্ন কবির কবিতা সম্বলিত বই বের হচ্ছে। অনরুপভাবে বিভিন্ন কবির সন্মতিতে বিভিন্ন ধারার কবিতা নিয়ে আপনারা বই বের করতে পারেন।
৫। বর্তমানে যে সব কবি এই সাইটে লিখে থাকেন তাদের স্বল্প অনুদানে আপনারা একটি প্রেস স্থপন করে প্রতিনিয়ত বই প্রকাশ করে বাজারজাত করতে পারেন। এতে করে যে আয় হবে তা থেকে কবি/লেখকদের কিছু সন্মানিও দিতে পারবেন (যাঁদের লেখা ঐ সব বইয়ে থাকবে)।
ধন্যবাদ।