বাংলা তোমার ছয়টি রূপের কিবা আছে দরকার ?
বর্ষা শুধূই ঘুরে ফিরে প্রাণে আসে বারবার ।
হরহামেশা খর বৈশাখ তীব্র দহন ঢালে
হৃদয়পুরে তার আগমন ব্যাথার আগুন জ্বালে ।
ঝরঝর শুধূ বর্ষা ঝরে আমার দুখের বাসে
উদাস নয়ন চেয়ে থাকে সোনালী সুখ আশে ।
শরতের ঐ কাশ ফুলেরা দেয় না নরম পরশ
সংসার জুড়ে বিরহ আর দু:খ হয় না সরস ।
ছিন্ন মেঘের মতো আমার শুভ্র পরম সুখে
আনন্দ বায় দিক বিদিকে ছুটছে রেগে দুখে ।
হেমন্তের সে অঘ্রাণ ধানের সুবাস নেই তো নন্দে
নবান্ন আর বোশেখ মাসের রঙ লাগেনা ছন্দে ।
শীতের মতো হাড় কাঁপনে রয় কামনার বাসা
বরফ হয়ে জমে থাকে আমার সকল আশা ।
বসন্ত যে হানে তীব্র আশার গুড়ে বালি            
ফুলে ফলে আর পাখিদের কুজন লাগে খালি ।    
রঙ বাহারে রঙ লাগে না আমার প্রেমের গায়ে    
বিরহের রঙ ঘুরে বেড়ায় স্নিগ্ধ সমীর বায়ে ।      
সুখ পাখিরা আমায় ছেড়ে দূর নীলিমায় উড়ে        
তাই বরষা তুই ভরসা আমার জীবন জুড়ে ।        

কামনার ধন সাধনার ফল সকল গরল ভেলকি
ভাবনা আর নন্দ কষ্ট ঋতু দেখায় খেল কি ?
বর্ষা আমার জীবন ব্যপী জাপটে ধরে থাকো      
তুমিই কাব্য তোমারই ছবি মধূর করে রাখো ।।