আকাশের গায়ে, সাদা মেঘ ভাসে
শরৎ এসেছে ভাই।
রৌদ্র দুপুরে প্রখর তাপে
পল্লবে হাওয়া বয়।

শেষ বিকেলের রোদের কিরণে
নদী ঝলমল করে।
ভোরের ঘাসের শিশির বিন্দু
মুক্তার প্রদীপ জ্বালে।

আকাশ,বাতাস,ছায়া,তরু,ঘাস
পেয়েছে শরতের ছোঁয়া।
তপ্ত দুপুরে বালকের ঘূড়ি
ছুঁয়েছে মেঘের ঢালা।

সন্ধে বেলার গোধূলি লগ্নে
রাখাল ছেলের গান।
সুরের মাঝে মুখরিত হয়
শরতের কলতান।