পেট চোঁ-চোঁ করে রব তুলেছে
পাশে শুয়ে থাকা আমুদে বিড়াল
নাক গুঁজে দিয়ে গরগর শব্দে আয়েশ জাহির করছে
সূর্যের পশ্চিমে হেলে পড়া ক্লান্তির আভাস জানালার গরাদে।
ধূলোর শহর বিকেলে গোধূলি নেই,
সন্ধ্যে নামেনা এখানে সূর্যাস্তের লগ্নে
সিরামিকের আলো প্রস্ফুটিত হলে কিছু লোক বলে;চা খেতে হবে চল,সবেতো সকাল গড়ালো।
ভ্যাপসা গরমে অসস্তির ব্যঞ্জনা এ তল্লাটে,
পাশে শুয়ে থাকা অলস বেড়াল,
পেট চোঁ-চোঁ করছে ক্ষুধায় কিন্তু খাচ্ছি নে কেনো?
রমাজান চলে ঠিকঠাক এ শহরে,
সন্ধ্যে নামে সিরামিক,আজান আর খাবারের তালে।
যেনো সহস্র বছর ধরে সন্ধ্যের গোধূলি,
আবছা হয়ে ধরা দেয় ক্ষণিকের ক্ষুধাতুর অথচ পরিতৃপ্তির ধরায়।
৭ই জ্যৈষ্ঠ ১৪২৬