এই নীল বিথারিয়া নিশিথ
কার্নিশ বেয়ে উপচে পড়া জোৎস্না
তমাল নেশায় বিভোর বাতাস
হাসনাহেনার মাদক সুগন্ধি
ঘাসের শিশির ফোঁটার তরে
নিশিকুটুম্ব উড়ে যায় গহীনে
নীলাভ আসমান মৃদু জোৎস্না
নীপ বনে কি বর্ষা নেমেছে?
বকুলের শিক্ত ভোর
শুকনো পাতার মচমচ শব্দ
সাজি মাথায় বালক ফিরছে সন্ধ্যা নামার ঘোর।
কি দিবে তোমার শহর?
সোডিয়াম বাতি
লাল,নীল,হলুদ ধোয়াশা
মরিচিকার স্বপ্ন
তামাটে আশা
চুরুটে হতাশা
আর কিছু??
মেকি হাসি
কুক্ষিগত বিদ্যে!
শোন!
মেঘ ডাকছে!
ঐ যে দূরের পূবে কালো মেঘ
সূর্য অপেক্ষামান
উদয়ের আগে বৃষ্টি হোক
হোক না ঝড় তল্লাটে
বিষাদ মিলিয়ে হাসির ফেয়ারা আর কত??
বিষাদেই হোক সূর্যদয় তবে।