আর মাত্র কয়েকটা দিন
বড় জোড় কয়েকটা মাস
নাহ!হয়ত আরো একটু বেশি
নাহয়, কয়েকটা বছর
কৈশোর তো মাত্র হলো শেষ
তুমি কিশোরী আমি কিশোর
কি নির্মল ছিল ভালবাসা
কি স্নিগ্ধ ছিল মুহূর্তের ঘোর
হঠাৎ লোকে বালক বলা শুরু করল,
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উচ্ছলতা
কি সব নতুন অনুভূতি হলো শুরু
লোকে বলে তোমার সাথে চলার নেই বয়স
হঠাৎ বয়স টা গেলো উবে
তোমার চোখে নীলকমলিনী খেলা করে
আমি বেশিক্ষণ না পারি তাকাতে
উচ্ছল ভাবে তোমার সাথে পারিনা হাঁটতে
পাড়ার ছেলেরা কি বিশ্রী সব বলে
তা শুনে তোমার দিকে পারিনা তাকাতে
কি সব অণুকল্পনা আমায় ধরে ঘিরে
কবিতার পাতায় তোমার ঠোঁটের পঙক্তি মেলে
আমার অনুভূতি গুলো হয়ে যায় ভূতুড়ে
ধীরে ধীরে ভালবাসা রূপ নেয় প্রেমে
মৌলিক দৃষ্টিভঙ্গি অসাড় অবধি
তোমার রূপের ভেতরও যৌনতা খুঁজি
আর একটি দিনও নয়,
নয় একটি মূহুর্তও
এখনই চাই তোমাকে
বেটা হয়েছি আমি, শিখেছি তোমার শরীরের দাম বুঝতে ।