মহাকাব্যে বা গীতি কবিতায় হয়ত
মনের অপূর্নতা তুলে ধরা যায়-
কলমের খোঁচায় আঁকা লিখনি হয়ত
একটা সময়
মানুষকে, নিরবে নিবৃত্তে কাঁদায়।
আপন জিনিসগুলোও আপাতিত হয়
বিভিন্ন বর্ণে স্মৃতির পাতায় বিভিন্ন ভঙ্গিমায়
চোখের অজস্র পলকে পলকে হয়ত
বিলীন হয়ে যাওয়া সে অতীত
জলফোঁটার ন্যায়ে ভেসে যায়।
দিন রাত্রির সন্ধিক্ষনে, মাস বা বছর পেরিয়ে
হইত এক সময় সবি শান্ত হয়ে যাই
ক্লান্ত নিহিত শান্ত পরিবেশে
কষ্টের মাঝে নিজেকে সান্তনা দিতে
হইত তখনোথামেনি ক্রন্দন হাহাকারনামক বেদনায়!
আসলে সবি যুগ যুগ ধরে বহমান
যেন, পাওয়া না পাওয়ার দান
এখনও হ্রিদ মাজারে তুমাই রেখছি
প্রতিনিয়তই করে দরফর, করে আনচান।