ঝিরিঝিরি বৃষ্টির পড়ছে টাপুর টুপুর শব্দে
সাথে লয়ে বাতাসে বাতায়নের আড়ঁমড়ে ভাব প্রভাহিত হচ্ছে সদূর প্রন্তর থেকে মরু ভাষ্করে
কেয়াবনের পাশ কেঁটেও বয়ে যাচ্ছে সৌতধার
আকাঁবাকাঁ লাইনে, স্বাধীনচেতা হয়ে
জলের অন্তিম আগমনে, আর তারি মধ্যে
প্রকৃতি পেয়েছে কালের অনন্য এক প্রয়াস।
ব্যাঙের গ্যাংয়র গ্যান শব্দ লুকালয়ে বহমান
রাখাল এখনো মাঠ ছাড়েনি করছে পরিভ্রমন
গাঁয়ের ছেলেরা মেতেছে কাঁদা লয়ে লুটালুটি
কৃষক তাঁর চাষ লয়ে মগ্ন।
নববধূ পথ চেয়ে রয়েছে এই বুঝি প্রিয়তম এসেছে
মান অভিমাম্ন ভুলে হল নতুন এক আশা
বর্ষা তুমি রিতুতে সেরা, দিয়েছ আমেজ
এ যেন এক নতুন ভালবাসা।
লিখন এখন বর্ষার আমেজে_______