আমরা জাতী হিসেবে আসলেই দায়িত্বহীন
সব বিষয়ে উদাসীন, নৈমিত্তিক প্রতিদিন।
ইতিহাস জানি না, বাস্তব মানিনা
জানতে পারিনা, জানতেও চায় না
চায়ের কাপ টগবগ, অযথা বগবগ
গুজবে সস্থি, মিথ্যেই বক্তী
অযথা মামলা, অযথা প্যারেশান
যখন মৃত্যুর ফরমান
ওরে কি কয়, তখনই পিচুটান।
স্বার্থের দায়বারে পৃথিবী আজ বৃদ্ধ
হঠাতই আসে গজব নিমিষেই স্তব্দ
নগরীর মহামারীতে শুকুন ও আজ পালাতক
গৃহে হলো মানব বন্ধী, অজানা উদ্বার পথ।
খাদ্যের হাহাকারে অর্থনীতির পিচুটান
ভূররে মানব নিধন করোনায় সাবধান
মারা গেল আত্মীয় স্বজন খুব কাছের বন্ধু
মৃতের প্রতিযোগীতায় পৃথীবি আজ পঙ্গু।
মুক্তির ঐক্যধ্বনি না জানি কত কাল
স্বাধীনতা সেতো আজ বন্ধী জেলখানায়
সমগ্র জাতী আজ করোনায় বলীয়ান
অকাতরে ঝরে নিশ্চুপ হাজারো প্রাণ
চিকিৎসা হেরে যায় হুসিয়ার সাবধান
সময় এখন নিজে বাঁচা,
আর নিজে বাছলেই বাপের নাম।
_____ বর্তমান পরিস্থিতে স্বরণ করছি মহান রাব্বুল আলামিন কে __ যিনি আমাদের মুক্তীদাতা__ উনার কাছেই মাথা নত করে ফানাহ চাইছি__ আমাদের মাফ করুন ও এ মহা বিপদ থেকে আমাদের হেফাজত করুন (আমিন)..