নিখুঁত ঘুমে শুইয়ে ছিল সবাই
কেউ বা অকাজো মাতাল অবস্হায়
অাড্ডায় দেউলিয়া ছিল কেউ কেউ
তখনও ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা থামেনি
তার ভিতরে রক্তের ফোঁটার আবির্ভাব।
কে জানিত নামিয়া আসিবে আজরাইল
তদেরকে বিলুপ্ত করিবার নেশায় হইয়া মাতাল।
সর্বপ্রথম বুঁড়োটাকে ধরিল
মা ভাই বোন বাচ্চা কাচ্চা কাহকেই না ছাড়িল?
নির্জরথায় করিল তারা চিৎকার
সর্বস্ব দিয়ে নিজের, অপরের কার জন্য সাই মিলেনি
মিলেনি নিমেষ হওয়ার বারণতম প্রচেষ্টা
বৃথা আস্ফলনই যেন শেষ ইচ্ছা
কে শুনে কার বারণ।
নিস্তব্দের মতন তারা পৃথীবিহারা হইয়া পড়েছিল
অকালপক্ক হইয়া নিমিষেই ঝরে গেল
দেহখানি শুকুনের হাতে আজ গ্রেফতার
আজ কি আসিল যুগ, যেন মগের মুল্লুক
মানবতা সেত চাকার তলে হইল পৃষ্ট
বাতায়নে বাতাস ছরাচ্ছিল দূর্ঘন্ধের শোকবার্তা নিয়ে
নিশ্চুপ সবি, সমগ্র আজ হাহাকারে হইল পরিত্যক্ত।
রচনাকাল: আজ এইক্ষন
____ আবারো হৃদয় বিদারক রোহিঙ্গা প্রসঙ্গ।