আমি হতাশাগ্রস্থ অবিনস্ত আজ অবিকল
সঙ্গপনে তোমার আভাস হৃদয় ছলচল
নিয়ম নীতিতে আমি অচল, স্বার্থে অসচ্ছল
ইচ্ছের জগৎ আমার বটে বাস্তবিতে বদল!
ওই পারেতে ঠেকে যাচ্ছে নদী
জানি না আর স্রোত বইবে কিনা?
ভিনগগ্রহী মানব বলেই __হয়ত:
আমার পিছু টানা।
ছন্নছাড়া ফটিক আমি আজ, তোমার কাছেই ধরা
এ ভূবনে না পেলে তোমায়, বেঁচে থেকেও যে মরা।
কি যে মায়ার বাঁধন তুমি হে, কি যে অনুভূতি
জগৎ গুড়িয়া খুজিয়া পাইনিত হে মানবী
সর্বক্ষন আমার আপনাতেই খুজি।
জন্মের জনমতরে তুমি হে চিরচেনা
সূ্র্যের অধরা কন্যা অস্পর্শীনি
কেন জানি মনে হয়
তোমায় ছাড়া বাঁচতে পারবনা
হ্যাঁ, বাঁচতে পারব না।
___ রচনাকাল আজ এইক্ষন
__ এক অবিশ্বাশ্য অস্পরশীনীর জন্য লিখা