ওগো, মনে আছে কী?
বৈশাখী মেলা যখন সেই মাঠে বসত
এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে-
হাজারো মানুষের যাতায়াত ছিল।
তুমি অপলক চোখে তাকিয়ে থাকতে
জানালার এক পার্শ্বে, অপেক্ষেয়মান
নিয়ে কানের দুল তার সাথে পায়েল ও নুপুর
হাতের রেশমী চুরি, ছিল খোপার বেনী
হঠাৎ ই আমি চুপিচুপি করে আসতাম।
ওগো, মনে আছে কী?
মাঘ মাসের ঐ পরন্ত শীতের মাঝে
কাশবনের ঐ কাশফুল দেখে তুমি প্রায়শ
আনার বায়না ধরতে?
আমি তোমার চোখর ঐ আস্ফলন দেখে
শীতটাকে না উপেক্ষা করে
হোঁছট খেয়েই পড়ে গিয়েছিলাম
আর সেদিনই তুমি দৌড়ে এসে
আমাকে প্রথমই জড়িয়ে ধরেছিলে?
প্রকাশ কালঃ ১৮/১৯/২০১৭