এইতো সেই ব্যস্তময় সংকীর্ণ রাস্তা
যার পার্শ্ব দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা
নানান মেঠু পথ।
এইতো সেই অযাচিত ডোবার দ্বার
যার কেঁচুর বাঁকায় ছলে হয়েছে
হাজার খানেক হ্রদ।
এইতো সেই মানব খন্ডত অংশ
যার চারিপার্শ্বে চুপি চুপি গড়ে উঠেছে
হাজারো মানুষের দৈনিন্দিন বসত।
এইতো সেই সাধা কালো চাকচিক্য সম্পদ
নিস্তব্দের মতন তার পার্শ্বে হইয়াছে
বহুরুপী নগরায়ন আর ভিন্ন ভিন্ন জনপদ।
এইতো সেই দিন পাতানো বৈচিত্র
যেখানে রাত দিনের ব্যবধানে
মানুষ হয়েছে ব্যস্তময়, দিয়ে সর্বস্ব।
সভ্যতা ও বৈচিত্রে, প্রয়োজন ও চাহিদার তাগিতে
জরাজীর্ণ অভ্যাসে প্রথার অাড়ালে
কত না কাল ধরে, কত না জনের বসবাসস্থলে
ছিলই না কত আনন্দের মহোৎসব।
ছিল সবুজের সমরোহে আবদ্ধ গ্রামের চারিপাশ।
কৃষকের অট্ট হাসি ছিল করে আপন ভূমিতে চাষাবাদ।
ছিল মায়ের স্নেহে গড়ে উঠা মৃন্ময় শিশুর হাসি
যাই হবার হোক তাই হয়েছে বেস
তুমি আমার জন্মভূমি, আমি তোমায় ভালবাসি।