জগত গুড়িয়া খুজিয়া পাইলাম নারে
মানুষ মানুষের মতন__
বিভর বুঝি অতি নিরাদর
করিল তৈরি, বুনল জাল তরপরও
মানবকেই করিল হে যতন।
যতনে ঘষনে রতন হইলো তারা
থাকল শুধুই নিজেরে লয়ে মক্ত
নিজের কথাই চিন্তায় চেতনায় অটল
এরাই চালাচ্চে হাজারো গুটি
এরা সব ভাল তবু খারাপই
হচ্ছে মক্ত।
কেউ ধন দৌলতের তাড়না আবার কেউ বা
দেখিয়া অভাব রং ডঙ্গের তালবাহানা।
জন্মের যেথায় হয়েছে মানব
ভুলে গেলে চলবেনা।
আমি মানুষ হয়েছি বটে
কেন জানি আজো মানুষ চিনলাম না।