স্মৃতিতে রেখেছি আজ এই ক্ষনে
নামক যায়গা গুলশান
লেগের পারে বসে, আড়মড়ে, মাঝে মাঝে
ঘরগর করে চায়ের আলতু টান।
চারপাশ দিয়ে ঘেঁসে বসা হয়েছিল
হাজারো মানুষের ভিঁড়ে
আমি আর আমার কয়েক বন্ধু সকল
মেতে ছিলাম আনন্দ তামাশা নিয়ে।
দুলছে রঙ্গে ফুলছে ঢঙ্গে বাহারি জাতের গাছ
লোকালয় পেরিয়ে কোলাহলে নিস্তব্দই ছিলাম
পেতে একটু প্রয়াশ।
দেখলাম ব্যস্ত নগরীর অলিগলীর চেয়ে
যায়গাটাই অনেক বেশ
তাইতো স্মৃতিতে করিলাম জমাট
নামক গুলশান লেগ।
রচনাকাল: ২৩/০৭/২০১৭
প্রসঙ্গ: বন্ধুদের নিয়ে ঘুরতে এসে কয়েক লাইন।