জিবনটা বুঝি এই যার অর্থ নিরর্থক
আকাঁবাকাঁ অজানা গন্তব্যহীন পথ
সরু রাস্তার দ্বারে বসত গড়ানো
নিজেকে লয়ে থমকে থমকে আটকানো।
আড়াঁলে একাকারে মিশে সঙ্গ দিতে
হাজারো কষ্টের সিমাহীন বেদনার প্রহর গুনে
তিলে তিলে বিষাদের সম্মুখ সঙ্গপনে
ক্লান্তিই এখন অচেনা যাত্রার মহোৎসব।

তালবাহানার মাঝে কি আছে?
যেখানে স্বাধীনতা অচল
বাক বিতন্ডা ঘ্রাসলগ্ন পঙ্গু,
নিরব অধিকার আদায়েও হয়েছে নিশ্চুপ।
আমিত নহি ভিনগ্রহী মানব বেশী সন্ধানী
উৎরাইয়া খুজে যাচ্ছি দূসর কুন্ডলি।
কালে হয়ত ঝুলে যাব একদিন
ভাবি এত সাত্রাইয়াই কীই বা হবে
যেখানে আমিই থাকব বিলিন।