তুমি ভাবছ আমি কাঁদছি, যদি তাই ভাব
তবে জেনে নাও?
কান্নার মত অশ্রু আমার চোখে নেই।
তুমি ভাবছ আমি হাসছি?
তবে জেনে নাও,
টোঁটের ভাঁজ আমার দু বছরেও ভাঙ্গেনি?
তুমি কি ভাবছ? আমি ক্লান্ত
তবে জেনে নাও-
আমি কষ্টের মাঝেও থাকি শান্ত।
তুমি কী ভাবছ? আমি মনমরা
তবে জেনে নাও...
আমি বেঁচে আমি তবে মরা।
তুমি কী ভাবছ? আমি থমকিত ও আটকা
তবে জেনে নাও-
আমি যান্ত্রিকতাই চলমান---
তুমি কি ভাবছ? আমি হব ঘরকোনো
তবে জেনে নাও
আমি ত্রাসের ধহনে বহমান।
যদি তুমি ভেবেই থাক আমি শেষ
তবে জেনে নাও
উপরে আছে একজন,
আর উনাকে নিয়েই আছি বেশ?
______ প্রকাশকা : আজ এ রাত্রিতে
নতুন বিরহের অবচেতনায় আমি আজ, আরর আমার ভাবনা?