একুশে ফেব্রুয়ারি দিনটি ছিল বৃহস্পতিবার ১৯৫২
পুরো দেশটা হয়েছিল শ্লোগানে মুখরিত-
আওয়াজটা ও ছিল সংকীর্ণ।
দাসের ত্রাস নয়, হেলায় খেলায় নয়,
সচিব, দর্জি হল যুক্ত,
এমনকি ছাত্র সংগ্রাম পরিষদ!
কী ছিল বা ছিল না তাতে!
তবে সু-স্পষ্টই ছিল বাংলার ভবিষ্যত।
দাবি ছিল ভাষার, দাবী ছিল আদায়ের অধিকার,
ছিল অ,আ,ক,খ নামক উন্মুক্ত বর্ণমালার।
জ্ঞানী-গুণী কামলা চাষী-
এমনকি শিক্ষিত ও বেকার,
নেমে পড়েছিল রাজ ময়দানে, করেছিল হুঙ্কার।
হাতে প্লেকার্ড, লাটির উপরে ফেস্টুনযুক্ত ভাঙ্গা বাঁশ,
হঠাৎ তৎকালীন পুলিশের এলো পাতারি গুলি -
শহীদ হয় রফিক, শফিক, সালাম, জব্বার ও বরকত।
জানা অজানায় বইয়ে দেয়-
নিষ্পাপ রক্তে রঞ্জিত রাজপথ,
___________ একুশের মাসে_________
*** সকল ভাষা শহিদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।***