৭ই মার্চ ১৯৭১
থমকিত দেশটা পেল নতুন প্রেরণারর উৎস
আওয়াজটা ছিল না সংকির্ন ছিল সুমধূর।
বীরশ্রেষ্ট বাঙ্গালির গর্জনের ইতিহাস
এখান থেকেই শুরু
রেসকোর্স ময়দানে শুরু অগ্নি স্ফুলিংক কলরব
তাৎক্ষনিক পুরো দেশটাতেই পৌঁছলো।
২০ লাখ মানুষের বিদ্রোহীত স্লোগান
ধরেছিল এক অনাকাঙ্খিত সাফল্য অর্জনের গান নেপথ্যে ছিলেন সর্বকালের নেতা
বঙ্ঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
দিয়ে ছিলেন আওয়াজ করে হুঙ্কার
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।