যাযাবরের নিশীত যাপন হয়ত আজ এখানেই
ধাম্বীকতায় বহাল ইতিবৃত্ত ক্ষনিকের লগ্নেই
ইতি হল শেস সম্ভল মোড়নে এ খামেই
পথের প্যাঁচালীর মতন জাপন
আজো এ ভূধরে চলছে ত চলছেই।

এটা ইতিহাসের পূর্ববাস ছিল
কালের পুরুষেরাও হবে একদিন বেসামাল
উল্টো পথে হাটবে সবি লয়ে
বুননে মিথ্যে জাল।
চূর্ণ করবে মানব বন্ধন,  মায়া মমতা ছাড়া
বিদ্রোহ করেই কি ই বা লাভ
এখানেও দেখেবে ওই ভন্ডদেরই পাঠশালা।

ওরে বাছাধন পাবিনে মানিক রতন
কেনই বা করছ, ঝনর ঝন।
দম ফুরালেই সবি টুস
সবি হে, বৃথা আস্ফলন।