আজ না হয় কাল
সবকিছু সূর্যের আলোর মতন স্পষ্ট হয়ে যাবে
সত্য অসত্যের ব্যবধানে চাক্ষুস সম্মুখে-
খোদার আরস ছেদিয়া যেদিন
আজরাইল আসিবে-
মৃত্যুর স্বাধ ঠিক তখনিই, গ্রহণ করিতে হইবে।
লুখা-ন যত কথা যত মন ব্যথা নিয়ে
রয়েছিলে ভবে
ছুটিয়াছ কাজে অকাজে, সময়ের অসময়ে
করিয়াছ ভ্রমন করেছো কি স্বরন
নিজের অস্তিত্ত লয়ে?
আজ না হয় কাল-
কালের হেলান্তিতে তুমিও হেলে যাবে।
সেকেন্ডের ব্যবধানে হবে আজি তুলপার
সময় নেই এখন আর নিজেকে গুঁছাবার
ভিটাহীন উদ্বাস্তু, নতুন পথের পথিক হয়ে
শুধু কৃতকর্ম গুলা নতুন পথের পথদ্রষ্টা
তুমি হে মানব, মরিলে তুমি জগৎ মরিবে
কাজে আসবেনা অসময়ের বৃথা চেষ্টা।