ব্যক্তিত্ব থাকুক সদা জাগ্রত
স্ফূরন হয়ে জলুক হৃদয় ভান্ডারে
প্রাপ্তি হোক অদেখা আত্মার
জয় হোক প্রশান্তির।
হে চীর উন্নত, অদেখা মমশির
আজ আমি হইলাম আবেগাপ্লুত
শুধু তোমারি চাহনীর।
আজ পথের পানে হইলো বাধাঁ
আমার জীবন মনপ্রাণ
সীমাহীন আকাশে অশীম বাসনা আমার,
আজ কেনই বা সপিলাম।
সদূরে রৌদ্রৌর হাসি আজ
নদীতে মাতাঙ্গ ডেউ এইক্ষন অবেলা,
আছে কুলাহল তবুও নির্জিব
কেন জানি মনে হয় দূসর বন্দীশালা
আমি তখনও তোমারি অপেক্ষায় এখনও
নিরেট নিঃস্তব্ধতায় জীর্ন সংকলয়ে।
হে তুমি আসবে কি?
ফুরনোর আগ বসন্তে!