আকাশের বুকে ভাঁসছে, কালো ধোঁয়ার কুন্ডলি
নদী-সাগরে বহমান রক্তাক্ত লাশের সারি
স্থলপথে হায়নার অনন্য পাশবিক নির্যাতন
শিকারে সম্প্রদায়িক রোহিঙ্কা জাতি
ওপারে তারের বেঁড়া, এপারে মাইন পুঁতানো
জীবন্মৃীত, হাজারো অনিশ্চত প্রাণ।
সমগ্রে কঁচি খোকার অশ্রুসিক্ত আর্তনাদ
যৌবনহারা বৃদ্ধের দাঁফরান গড়াগরি
জীবন বাঁচানো এখন মহাপ্রলয়ের সংকট
চারিদিকে ছুটাছুটি-
অস্ত্রের ভয়ে পঙ্গু আজ লাটিয়াল
ধর্ম-কর্মে বাঁধা, অনিশ্চিত আজ রীতি-নীতি।
মানবতা সে তো আজ ত্রাসের দহনে পৃষ্ট
মানুষরুপি হায়নাদের হাতে বলিয়ান
শকুনদলের চোখছেঁড়া ঐ রক্তচোঁষা ভঙ্গিমায়
তাইতো অস্ত্রের জোড়ে করছিস নিধন।
বাদ দেসনি মা-বোনদের ইজ্জত, তোরা
এমনকি নবজাতকের নিস্পাপ, একটিও প্রান।
খোদার আরশে রইলরে বিচার
শুনে রাখ? সেই দিনের, অপেক্ষায় রইলাম।
__________ রচনাকাল: ১৫/০৯/২০১৭
বর্তমানের মানবতা লঙ্গনকারী বার্মায় সেনাবাহীনি মুসলিমদের উপর পাশবিক নর্যাতনের বলিয়ানের দাবিতে খোদার আরশেই বিচারের অপেক্ষায় আমার এ খুন্ন লেখা।