বাস্তবতার আস্তরনটা আজ কালো ধোঁকায় ঘেরা
যে পড়েছে ফাঁদে হায় সেই খেয়েছে ধরা।
হারিয়ে গেলে পাবি নাক ছেলে খেলার গন্ধ-
চিন্তা চেতনার উর্ধ বসত নাম তার পন্ড।
তামাশা ঘেরার রঙ্গিন ছায়ায়,  মিশে লয়ে থমকিত-
নতুন রঙ্গের ফাঁদে পরে, কেউ হয়ে যায় বঞ্চিত।
তিক্ত মিটা গর্ধব একটা, সাথে লয়ে ভিরুতা-
মান সম্মানে প্রশ্নও আছে তার সাথে জড়তা।
মমির পুতুল যতই দুলুক, কাজে হয় না পূরন-
ইচ্ছে থাকলে উপায় হয়, অকথ্য সেই কথন।

সত্যের বাণী বলতে রাজি উন্মুক্ততায় মক্ত-
শুনতে ভাল মানতে নারাজ, বুঝায় দুরত্ব।
সাম্যের ধ্বনি সবাই শুনি, কোথায় থাকে মর্ম-
কাজে আনে বিদ্যা বিধি, নিজের বেলাই জীর্ণ।
নিজের ক্ষেত্রে অন্য নির্ভর, হইও নাক ভাই-
আমি তুমি তুমি আমি এর কোন ভিত্তি নাই।
বিপদ যেথা শুনলে সেতা, মানুষ চেনা যায়-
রং বেরঙ্গের বাত্তি মারা কালা গালিচায়।
ধরা খেলেও সাধু বাবা চুপটি মারে হায়-
সন্নসীতে গাজন নষ্ট উচিতে ভাত নাই।

ছোঁটবা যখন বুঝবা তখন, কেউ কারও নয়-
নিজে পারলেই নায়ক হইছ এই কথাটায় কয়।
জগতের নিয়ম পুরাই অনিয়ম, পান্ডে থাকে বদ্ধ-
শুদ্ধটাকে ভেজালে ভরে,  থলায় করে আবদ্ধ।
মানুষ সস্তাতে আস্থা রাখে দামিতে রাখে কম-
নীতি কথা পুরা অযথা এই পৃথীবির নিয়ম।


*** মানুষ ও তার কার্যকলাপের বিপদ্রব চিন্তা        ___ চেতনার উদ্দেশ্যে লিখার প্রয়াশে..
__________রচনাকাল: আজ সারাদিন