হাজার মানুষের নিড়ে আমি পাইনিত সেই সুখ
হঠাৎই তুমি এলে, তাড়িয়ে দিয়ে সব দুখ
খোলা জানালা ঘরে বদ্ধ তালা
বুকেতে অবাদ ভালবাসার লালন
মনশূণ্যতার ক্ষরনে আজ প্রিষ্ট হৃদয়
কি ই বা প্রয়োজন ছিল ছলনার অজস্র বারন।
সব কিছু ভুলে, আমার ভালবাসার মূলে
ওগো, কী পেয়েছি জান?
শূণ্য হাতে নির্মম পরিহাস, কপালচেঁড়া আর্তনাদ
নিশিত রাতের দাফরান গড়াগরি
সাব্যিক পরিস্থতিতে আজ আমি বিকল।
অবশেষে নিজেকে নিজ একালয় করেছি
হঠাৎই আবির্ভাব তোমার, হায় হায়
এ আমি আবার মরেছি?