আজি এ ফাল্গুনী হাওয়ায়
বসন্ত তুমি হে করেছ, শান্ত।
ওগো, তুমি করেছো সিক্ত,
মনের শহস্র জ্বালা তিক্ত।

চারিপাশ করেছো, নতুন যৌবনে আবদ্ধ
ঋৃতুরাজে জাগ্রত সবি, তথা সংকল্পবদ্ধ।
মধু লয় ফুলের, স্পর্শ্বে পইক পাখালী
ওহে, প্রকৃতীকে করেছো মুগ্ধ।

আহা কি সুন্দর ভূধরে তুমি
রাঙ্গীয়েছো ভূবন
হলদে শাড়ি লাল টিপেতে রমণী
হারায় যে তাহার মন।
চিরচেনা রুপলয়ে, এই ক্ষন অবেলায়
স্পর্শ্বে মৃদু হাসি, চলন্ত  ইশারায়।
________________