ক্লাসের ফাঁকে নিচে উকি ঝুকি মারা
প্রতিটা ব্রেকে ক্যান্টিনের দিকে ছোটা ,
আড্ডাবাজি আর বড্ড আমি পাজি
কত আজব ভাব আবার আমার আমি ।
সব চিন্থিত মুখ সুধু ম্যাথে আঁকা
ফাষ্ট্রেষন
মুক্ত করে আবার চলছে ফাকিবাজি ।
সারাক্ষন সুধু কৌতুহলি হয়ে থাকা
এই আবেগ আবার ফ্রেন্ডশীপের গায়ে ।
গিটারের সুর বিকেলে তালে তালে
তুই আমি দুই বন্ধু মিলে ,
চলছে জীবন এভাবে এই সুরের মত
মায়াময় লাগে আমার এই সারাটি বেলা ।
রাত হয়ে গেছে তবু ধুত্তুরি ছাই গল্পেরা না যাই ।
আবার সুরু হয়েছে নতুন গল্প আবেগের ,
আগুনের কুন্ড সামনে নিয়ে বন্ধুতের আলো
শুন্য হয়ে বসে চলে তোদের কান্ডামি ।
মাঠে শুয়ে তারা গোনা ছল করে তাই দিচ্ছি ফাকি ।
ভয়ানক চাঁদের নিঃশ্বাসে সপ্ন দেখি ধ্রুব তারার ।
দেরি করে বাড়ি ফিরে মুঠো বার্তায় তোদের
আবার উপস্থিতি দিস এত আমার ব্যস্ততায় উকি-মেরে ।
রাত জেগে এসাইনমেন্ট নিয়োগ মিল হলো কেনো !
অসম্ভবে ভুলে তোদের যাই অযথা তালে ঝালে ।
কিভাবে তা দিচ্ছিস মুঠোবার্তা রাখছিস খেয়াল
ঘুমেও না রেহাই আমায় আবার দিচ্ছিস দোহাই ।
বুঝতে দিস নি ভালোবাসা এ বন্ধুক্তের
তবুও আছিস পাশে ফাজিল গুলো ।
প্রান খুলে এভাবেই মুহূর্ত গুলো করিস জ্ঞাপন
সময়ের স্বাদ নিয়ে নিস হারিয়ে যাওয়ার পূর্বেই ।