ছুটে চলে কোন সে পথে আঁকাবাকা কূলছাড়া দ্বীপে
সাদা-মাটা আকাশ যেতা নেই কোনো মেঘ।
জলচ্ছাসে ভেসে আছে চারিদিক পিছুপানে
নির্বাক হয়ে সব কিছু ভাবনার আড়ালে যন্ত্রনা সব।
আকাশ ছাড়া চাঁদ যেমনটা লাগে নীলপরীর অনুপস্থিতি
যন্ত্রনাদায়ক রাত কাটতে চায় না সন্ধিক্ষন গুলো।
মুহুর্ত গুলো বড় কেনো এত আকাশের মত লাগে
স্রোত নাকি প্রবাহের মত তবে বোঝে না কেনো।
ভাসতে চাই ওই হাওয়াতে গভির জলের মাছের মত
জ্বল দু ফোটা হৃদ ছোয়া সুরের ভাব লাগে আমার ভালো।
ধরতে যাবো না আর আসতে পারবি না ছুতে আমায়
ধুসরের মত নাকি বিপরীত যাই আছি বেশ।
এমারতের মত উচু স্বপ্ন আর নির্ঘুম আমার স্বার্থক হয়েছে
তবুও দুঃস্বপ্ন আসে ঘুমে শালিকের মত ফেরারি তোরা।
বেশ দাওয়া সারাবে কি তোদের ফ্যাকাসে তোরা
রাগিয়ে আমাকে দিলি আগুনে ধন্যবাদ এক টুকরো।
বাষ্প দিয়ে কি হবে আর ধীর হয়ে আছে কোন কিছু
বৃষ্টির ছাদে ঘুমিয়ে উঠে বৃষ্টির জ্বলে বানিয়ে খাবো চা।
ধন্য এ জীবন ধরনীর মায়া মনে লীলাভুমি চারিদিক,
নষ্ট ভাবনা নষ্ট করো না পবিত্র ধরনীকে প্রতিশ্রুতি নিও এখনি ।
বিশ্রামহীন আজ আমি একটু ব্যাস্ততায় হারিয়েছি
তবুও ফিরে যাই আবার মাঝে মাঝে সবুজ মাঠে,
আলো আজ অভাব নেই বর্ষার কত সুবাস
শিখরে কিছুদিন ধৈর্যহীন নয় তবেই সেই প্রত্যয় ।