স্নিগ্ধ এই মায়াময় চোখ গুলোয় সুধু শীতলতার পাজর
ইচ্ছে ঘুড়ি তোমার আকাশে উড়ছে,
যতদূর চোখ যায় দেখতে চাই আমি আবার নতুন আলো
প্রতি নিঃস্বাস তুমিময় ছুয়ে এ হৃদসমুদ্রে শুধু হৃদয়ে।
শত-ডানার অভাব আমি কিছুটাও বুঝতে পারি,
পলকের দূরত্ব নষ্ট করতে ইচ্ছুক নয় সবজান্তা এ মন।
কবিতার ছন্দ আর তোমার মায়াময় ওই ঠোঁট
কুয়াশার এই আবিরভাব এতে আমার লাগছে আদরে।
দেখছি তোমায় নতুন সাজে হারিয়েছি আমি মধ্যাকর্ষনে
মেঘের ভাজে দুলছি প্রজাপতির টানে।
বর্ণহীন শব্দহীন চোখ দেখে কতোটুকু বুঝবে কি জানি
যতটুকুই হোক দৃড়তা প্রখর আর সাগরের চেয়ে গভীর।
বলছি এই মৃদু বাতাসটিকে চলে যায় যেন তোমার কানে
আঁকছি আজ জলছবি ভেসে চলে হাওয়ার ফাঁকে।
ভোঁরের আলোর সামনে দাঁড়িয়ে আমি আকুতি নিয়ে
মাথা নিচু করে প্রার্থনার মঞ্চে সর্বশক্তিমানের কাছে।
এখানে কি হবে শেষ খুজছি কোনো অজানা আহ্ববান
নিরুদ্দেশ আজ আমিহীন আমার পিছুটান,
বর্নিলা এ জলছবি প্রায় সমাপ্তের পথে
অবাক আমি তোমায় দেখে মুগ্ধ হই আড়ালে মুগ্ধ এই নীল আকাশ আমার।