এত আমার সপ্নের ভেতর তোদের উপর এত পরকীয়ায়
কখনো যদি ব্যার্থ জীবন রসে সামিল হই,
তুচ্ছ হবো কি স্বন্নিকটে তোদের দোষ শুধু জেনে নিস তোরা ।
কোমল ধরনীতে মুগ্ধকর আমেজ পুরোটাই তার ভেতর
তোরা স্বার্থপর কোন ধরনীর আগাছা,
আজ স্বার্থেরা হানা দেয় সুধুই বর বর অন্তরালে তোদের ।
ভুলে কি গেছিস আজ থেকে প্রায় শতদিন পূর্বেও
ছিলি তোরা গোলানন্দ সমতূল্য ভালো ছিলো তোদের,
আজ এত উদ্ভট ভাবনা ঘিরে আছে ভেতরটা ।
সোডা কিংবা ছাই যাই হোক কয়লা যদি ময়লা হয়
কিভাবেই সম্ভব হবে তা চকচকে রং দিয়েও অসম্ভব ।
ঠিক তেমনি ভেতরে তোদের এক কার্যকলাপ চলছে ।
ভাবতেই আমি হতভাগ অবাক কিভাবে এত পেরে উঠিস
দিনের পর দিন নিঃস্বার্থ ছিলাম তোদের সাথে ,
আজ তাই আরো একবার তোদের জন্যে প্রার্থনায় বসে উঠলাম ।
সাড়া দিস এই আহবানে
ভেঙে দে সব স্বার্থের দেয়াল উঠে আয় এই স্তুপ থেকে ।