অসহায় আর ক্লান্ত মন আমি ছেরেছি আজ ছেরিছি
তোমার ছোয়ায় বিভ্বর আলো আজ চিনেছি আমি চিনেছি ।
নির্ঘুম প্রায় প্রতিটি রাত, চাঁদ আছে কি ঐ আকাশে
স্রোতের দ্ধারা আজ থেমে আছে ক্লান্তহীন সেই সাগরে !
তারা নেই আর নেই আলো আজ এই নীল আকাশে
মাঝে মাঝে যেতে ইচ্ছে করে তোমায় নিয়ে গড়া দ্বীপে ।
স্মৃতি গুলো এত মধুর ইচ্ছে করে আবার ফিরে চাই
স্রোতের দ্বারা আজ থেমে আছে ক্লান্তহীন সেই সাগরে !
ভেবেছি আজ আনমনে অসহয় সেই কাব্য গুলো
হয়নি লেখা গল্পটাও যা ছিলো পুরো প্রায়
বসে বসে আবার একাকি আমার কাটছে এই সময়টা
স্রোতের দ্বারা আজ থেমে আছে ক্লান্তহীন সেই সাগরে !
মহাকাশ আজ পারি দিয়ে ক্লান্ত হয়ে আছে এই মন
প্রত্যয়ের সাথে লড়াই আমার চলছে আজ এভাবেই
ভোরের আশায় রাত কেটে যায় প্রতিটিই এমন আধারেই ।
স্রোতের দ্বারা আজ থেমে আছে ক্লান্তহীন সেই সাগরে !
বাকি ছিলো সুরের মোছোনা সাথে সাথে কারো অনুপস্থিতি ।
ভাবছো কি আর ভাবছো কি কোন সপ্নে ভেসে আছো ?
নিল আকাশ কি আর থেমে থাকে হালকা কালো ঢাকা মেঘে
স্রোতের দ্বারা আজ থেমে নেই ক্লান্থহীন এই সাগরে ।