মাতৃভুমি মাতৃভাষা এভাবে দেখতে পারবো না তার দূর্দশা!
ভালোবাসি মা কে ভালোবাশি তার মাটিকে,
ভালোবাসি এ আকাশ বাতাস নিবেদিত
শত হাজার কোটি বাঙালি প্রানকে।
সেদিন গুলি দেখিনি, হয়তো বুঝতে পারিনি তার মর্ম!
কিন্তু দেখেছি কাঁদতে ছেলের হাহাকারে তার মাকে ।
দেখেছি মায়ের কোলে ফেরার অসম্ভব সব ইচ্ছা
মা তো পথ চেয়ে ছিল ছেলে কখন আসবে।
ত্রিশ লক্ষ নিবেদিত প্রান গুলো
এখনও হৃদয়ে ভাসে গুলির সব আওয়াজ।
মা মা ওরা এসেছে বলে ভয়ে চৌউচির ছিল প্রান
তবে কি খোকা আসলেই ভয় পেয়েছিল?
না খোকাতো ভয় পায়নি, খোকা ফিরেছে তার
মাকে রক্ষা করার জন্যে!
হানাদারদের হাত থেকে স্বাধীনতা রক্ষার জন্যে!
আজ খোকা নেই কিন্তু আছে তার মায়ের মমতা
হাজারো খোকার প্রান দিয়ে অর্জিত আজ স্বাধীনতা
স্বাসনের নামে শোষন করতে পারেনি বাংলা,
স্বাধীন হয়ে আছে আজ পুরো মাটি টা,
খোকার আজও আছে অন্তরের অন্তরালে নিবাস।